চেকের মামলা বা চেক ডিজঅনার মামলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক এর ১৩৮ ধারায়। চেকের মামলা কে অব্যার্থ মামলা বলা যায়। কারন এই মামলায় হেরে যাওয়ার মম্ভাবনা নেই বললেই চলে।

আগে শুধু চেক থাকলেই মামলা করা গেলেও নতুন একটা নিয়ম হয়েছে যে চেক কেন দিয়েছে এর একটা কারন দেখাতে হবে মামলার আরজিতে। নইলে চেকের মামলা খারিজ হয়ে যেতে পারে।

আপনার নামে চেকের মামল হলে দ্রুত একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে হাজির হয়ে জামিন নিন। টাকা পরিশোধ করার মানুষিকতা রাখুন। কারন চেকের মামলার টাকা পরিশোধ না করে উপায় নেই।

বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে পারেন।

https://youtu.be/NmLJRFwGO8g?si=TBxrTeFnWssm52-E

অনেকে ভাবতে পারেন জেল খেটে শোধ হবে। তা কখনই হবে না। প্রয়োজনে আপনার সম্পত্তি ক্রোক করে সেগুলো বিক্রি করে টাকা আদায় করা হবে।

https://youtu.be/NmLJRFwGO8g