সাব রেজিস্ট্রার অফিসে সেই রেজিস্ট্রি অফিসের আওতাধীন এলাকার যত দলিল আছে সব যে বই বা খাতাতে লিপিবদ্ধ থাকে তাকে বালাম বই বলে। বালাম বই এর সূচিপত্র ধরে দলিল খুজে পাওয়া খুব সহজ।

বালাম বই ৪ প্রকার।

জমি রেজিস্ট্রির আগে এই বিষয়গুলো জানা খুব জরুরি।