কাজী বা নিকাহ নিবন্ধক তালাক নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করতে না চাইলে জেলা রেজিস্ট্রার এর নিকট নিবন্ধন এর আপিল করা যায়। Muslim Marriages and Divorces Registration Act, 1974 এর সেকশন ৬(৪) এ বলা হয়েছে-

যেক্ষেত্রে নিকাহ নিবন্ধক কোন তালাক রেজিস্ট্রী করিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ঐরূপ রেজিস্ট্রীকরণের জন্য আবেদন করিয়াছিল এমন ব্যক্তি বা ব্যক্তিগণ উক্ত অস্বীকৃতির ত্রিশ দিনের মধ্যে নিবন্ধকের নিকট আপীল পেশ করিতে পারেন এবং উক্ত আপীলের উপর নিবন্ধক কর্তৃক প্রদত্ত আদেশ চূড়ান্ত (বলিয়া গণ্য) হইবে।

তাই কাজী তালাক নিবন্ধন করতে না চাইলে জেলা নিবন্ধক এর নিকট আপিল করা যায়। জেলা নিবন্ধক এর সিদ্ধান্তই চূড়ান্ত।

দেনমোহর পরিশোধ থাকলে কি স্ত্রী মামলা করতে পারে?