দেনমোহর পরিশোধ- সংসারে ঝামেলা হলে অথবা স্ত্রীকে তালাক দিলে স্বামীর নামে স্ত্রী বিভিন্ন ধরনের মামলা করে। সাধারত তিন ধরনের মামলা করে থাকে। যেমন- যৌতুকের ৩ ধারায় মামলা, নারী নির্যাতনের মামলা এবং বারিবারিক আদালতে দেনমোহর আদায়ের মামলা।

এখন প্রশ্ন হল, দেনমোহর যদি পরিশোধ থাকে তাহলে কি স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে?

উত্তর হল হ্যা শুধু দেনমোহর আদায়ের মামলা বাদে অন্য দুই প্রকার মামলা করতে পারে। তবে অবশ্যই ঘটনার সময় বিবাহ চলাকালীন সময়ের মধ্যে হতে হবে।

অর্থাৎ আপনার যদি দেনমোহর পুরো শোধ থাকেও তাহলেও আপনার স্ত্রী আপনার নামে যৌতুকের মামলা এবং নারী নির্যাতন এর মামলা করতে পারে।

যৌতুকের মিথ্যা মামলা হলে কি করবেন?