তালাকের পর সন্তান কার কাছে থাকবে বিষয় টা একটু জটিল। সবার ক্ষেত্রে যে একই সিদ্ধান্ত হবে তেমন নয়। সাধারন আইন অনুযায়ী ছেলে সন্তান ৭ বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়সন্ধিকাল কাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। এসময় ছেলে মেয়ের ভরনপোষণ এর টাকা পিতাই দিবে।

এই সময় অতিক্রম হলে পিতা সন্তান কে নিজের কাছে নিয়ে আসার জন্য পারিবারিক আদালতে আবেদন করতে পারবেন। আবেদন করলেই যে পিতা সন্তান কে পাবে তেমন নয়। আদালত শুনানি করে সন্তানের কথা শুনে এবং পারিপার্শ্বিক বিবেচনা করে আবারো মায়ের কাছে থাকার নির্দেশনা দিতে পারে। এক্ষেত্রে সন্তানের কথা অনেক গুরুত্বপূর্ণ।

ডিভোর্স এর পর সন্তান কার কাছে থাকবে?

https://www.youtube.com/watch?v=J1doCO8ukJY

মায়ের কাছে থাকলেও সন্তানের সাথে পিতাকে দেখা করতে দিতে হবে। সন্তানের সাথে পিতাকে দেখা করতে না দিলে আদালত সন্তানকে মায়ের কাছ থেকে পিতার কাছে দিয়ে দেয়ার আদেশ দিতে পারেন।